আর্কাইভ থেকে বাংলাদেশ

ডেপুটি স্পিকার হচ্ছেন শামসুল হক টুকু

ডেপুটি স্পিকার হচ্ছেন শামসুল হক টুকু

চলমান একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশন বসছে আজ। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হচ্ছেন অ্যাডভোকেট শামসুল হক টুকু। 

রোববার (২৮ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। 

আজ বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। এ অধিবেশনের প্রথম দিনই নতুন ডেপুটি স্পিকার শপথ গ্রহণ করবেন।

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু পাবনা-১ আসনের সংসদ সদস্য। বর্তমানে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। 

এর আগে বঙ্গভবন থেকে জানানো হয়, অধিবেশনের শুরুতে গাইবান্ধা-৫ আসন থেকে নির্বাচিত সাতবারের সংসদ সদস্য, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বির মৃত্যুতে শোক প্রস্তাব নিয়ে আলোচনা হবে। এরপর নতুন ডেপুটি স্পিকারকে সন্ধ্যা ৭টায় শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সংসদ ভবনে রাষ্ট্রপতির চেম্বারে এ শপথগ্রহণ অনুষ্ঠান হবে।

সংসদ অধিবেশন আগামী ১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) অধিবেশন শেষ হতে পারে।

উল্লেখ্য, গত ৩০ জুন সংসদের ১৮তম এবং ২০২২ সালের বাজেট অধিবেশন শেষ হয়। বাজেট অধিবেশনে মোট কার্যদিবস ছিল ২০ দিন। বাজেট পাস ছাড়াও এ অধিবেশনে পাস হয় চারটি বিল।

টিআর

এ সম্পর্কিত আরও পড়ুন ডেপুটি | স্পিকার | হচ্ছেন | শামসুল | হক | টুকু