আর্কাইভ থেকে বাংলাদেশ

সম্রাটের জামিন কেন বাতিল নয়: হাইকোর্টে

সম্রাটের জামিন কেন বাতিল নয়: হাইকোর্টে

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন কেন বাতিল করা হবে না। জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আজ  মঙ্গলবার (৩০ আগস্ট) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আগামী ২৩ অক্টোবর রুলের শুনানির দিন ধার্য করেছে আদালত।

আদালতে দুদকের আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।

এরে আগে গেলো ২২ আগস্ট চিকিৎসা সংক্রান্ত নথি দেখে শর্তসাপেক্ষে সম্রাটকে জামিন দেয় ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক। সম্রাটকে তার পাসপোর্ট আদালতে জমা দিতে হবে। আর আদালতের অনুমতি না নিয়ে তিনি বিদেশে যেতে পারবেন না।

জামিনে কারামুক্ত হয়ে শুক্রবার (২৬ আগস্ট) দুপুরে হাসপাতাল ছাড়েন ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট।

উল্লেখ্য, ২০১৯ সালের ১২ নভেম্বর দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলা করে দুদক।

এসি

এ সম্পর্কিত আরও পড়ুন সম্রাটের | জামিন | কেন | বাতিল | নয় | হাইকোর্টে