আর্কাইভ থেকে বাংলাদেশ

দেশে ডেঙ্গু আক্রান্ত আরও ২৩৭ জন হাসপাতালে

দেশে ডেঙ্গু আক্রান্ত আরও ২৩৭ জন হাসপাতালে

সবশেষ হিসেব অনুযায়ী এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে গেলো ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। এ সময়ে দেশে গেলো ২৪ ঘন্টায় ২৩৭ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৯৬ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে বাকি ৪১ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

আজ মঙ্গলবার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগে, সোমবার (২৯ আগস্ট) ২০১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ১৪৯ জন ঢাকার বিভিন্ন হাসপাতাল এবং ৫২ জন ঢাকার বাহিরে চিকিৎসাধীন।

প্রতিবেদনে বলা হয়, দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ৭১২ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৬০১ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১১১ জন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ হাজার ৯৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ৪ হাজার ৮৮৮ জন। সবশেষ হিসাব অনুযায়ী এ বছর ডেঙ্গুতে মোট ২০ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। এরমধ্যে মৃত্যু হয় ১০৫ জনের।

মেঘ

এ সম্পর্কিত আরও পড়ুন দেশে | ডেঙ্গু | আক্রান্ত | আরও | ২৩৭ | জন | হাসপাতালে