বিনোদন

‘ছাগলকাণ্ড’ নিয়ে যা বললেন `ব্যাচেলর পয়েন্ট' খ্যাত পলাশ!

‘ছাগলকাণ্ড’ নিয়ে যা বললেন `ব্যাচেলর পয়েন্ট' খ্যাত পলাশ!
সম্প্রতি দেশব্যাপী আলোচনায় আছে মুশফিকুর রহমান ইফাতের ‘ছাগলকাণ্ড’। এবার বিষয়টি নিয়ে ফেসবুক পোস্ট শেয়ার করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। জানা যায়, ইফাত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মো. মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রীর সন্তান। ছেলের কর্মকাণ্ডে বিতর্কের সৃষ্টি হলে এক পর্যায়ে ইফাতকে নিজের সন্তান বলে অস্বীকার করেন মতিউর। ছেলেকে অস্বীকার করে আরও বিপাকে পড়েন মতিউর। তার অস্বাভাবিক সম্পদ, অতীতের কর্মকাণ্ড উঠে আসতে থাকে বিভিন্ন অনুসন্ধানে। যা নিয়ে সামাজিক মাধ্যমেও রীতিমতো তোলপাড়ের সৃষ্টি হয়। এবার ‘ছাগলকাণ্ড’ নিয়ে পলাশ একটি পোস্ট শেয়ার করেছেন। লেখাটি সংগৃহীত হলেও নিজের বাবাকে নিয়ে গর্বের কথাই বলতে চেয়েছেন তিনি। পলাশের সেই সংগৃহীত পোস্টটি তুলে ধরা হলো- ‘এইসব কোটিপতির ছেলে-মেয়েদের ল্যাভিস লাইফ আর বিলাসবহুল রঙিন জীবন নিয়ে হাজারো অভিযোগ শেষ হলে আমরা বুঝি, আমাদের বাবারা আমাদের ছাগল কিনতে ১৫ লাখ টাকা দিতে না পারলেও, ‘আমার বাবা একজন সৎ বাবা’ এতটুকু বলার ফ্লেক্সটা আমাদের দিয়েছেন। অন্তত এই বয়সে এসে বুঝি, এই পরিচয়ের, এই গর্বের দাম কতটা বেশি। সেখানে আরও লেখা হয়েছে, ‘১৫ লাখ কেন, ১৫ কোটি টাকা দিয়েও কি এই গর্ব কেউ কিনতে পারবে? ‘তোমার বাবা খুব ভালো একজন মানুষ ছিলেন’ এই একটা বাক্যে শোনার মধ্যে যত শান্তি, সারা দুনিয়ার সব অডি নিয়ে আসলেও কি সেই শান্তি পাওয়া সম্ভব? বাবার সততার চেয়ে বড় আভিজাত্য একজন সন্তানের জন্য আর কিছু হতে পারে না। কিচ্ছু না।’ জিয়াউল হক পলাশ হাস্যরসাত্মক চরিত্রের জন্য বেশ জনপ্রিয়। ব্যাচেলর পয়েন্ট নাটকে তিনি "কাবিলা" চরিত্রে অভিনয় করে দর্শকদের মাঝে বিশেষ করে তরুণদের মাঝে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। এছাড়াও ফ্যামিলি ক্রাইসিস নাটকে "পারভেজ" নামে বেশ পরিচিত হয়ে ওঠেন। এই নাটকটিতে মূলত তিনি তার ছন্দ ছাড়া অনর্গল কবিতা বলার জন্য বেশ জনপ্রিয়তা পায়। এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন ছাগলকাণ্ড | নিয়ে | `ব্যাচেলর | পয়েন্ট | খ্যাত | পলাশ