সুপার এইটের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ জিতে এরমধ্যে নিজেদের ভিত শক্ত করে নিয়েছে আফগানরা। নানারকম সমীকরণ উঁকিঝুঁকি দিচ্ছে এই গ্রুপে। অজিদের বিপক্ষে আফগানদের জয়ে বাংলাদেশের সামনেও কিছুটা সম্ভাবনা উঁকি দিয়ে যাচ্ছে।
যত সম্ভাবনা উঁকি দিক, বাংলাদেশের জন্য আফগানিস্তানের বিপক্ষে লড়াই করা বেশ কঠিন হবে। কতটা কঠিন হয় তাদের বিপক্ষে খেলা, তা অস্ট্রেলিয়া এরমধ্যে টের পেয়েছে সন্দেহ নেই। ভারতের বিপক্ষে ম্যাচ হেরে আফগানিস্তান নিজেদের সুপার এইট শুরু করে। সেই হারের রেশ আর এখন নেই।
বাংলাদেশের বিপক্ষে জিতে সেমির নিশ্চিতয়তাই পেতে চায় রশিদ খানরা। আর এদিকে বাংলাদেশ দল অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে হেরে সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে। ভারতের বিপক্ষে ম্যাচ হেরে সংবাদ সম্মেলনে কথা বলেন সাকিব আল হাসান। তিনি জানিয়েছিলেন, বাংলাদেশকে তিনি আর সেমিতে দেখছেন না এই অবস্থায়। তবে কিছুটা সম্ভাবনা যে নেই তা নয়। সেক্ষেত্রে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের ফলের দিকে তাকিয়ে থাকতে হবে। আর আফগানদের বিপক্ষেও জিততে হবে যথেষ্ট ব্যবধান নিয়ে।
বাংলাদেশ একাদশে পরিবর্তন আসতে পারে মঙ্গলবারের (২৫ জুন) ম্যাচে। সেন্ট ভিনসেন্টের আর্নস ভেল স্টেডিয়ামে জাকের আলীকে ছাড়া নামতে পারেন তারা। ভারত ম্যাচেই একজন পেসারের অভাব দেখা যাচ্ছিল তাদের। অন্যদিকে আফগানিস্তানকে অপরিবর্তিত একাদশ নিয়েই খেলতে দেখা যাবে হয়তো।
প্রথমে ব্যাটিং করতে নামা দল সবসময় জিতেছে আর্নস ভ্যালেতে। আবহাওয়ার কথা বললে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ম্যাচে। এই মাঠে নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ জিতেছে বাংলাদেশ দল।
বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬ টায় মুখোমুখি হবে দুই দল।
এম/এইচ