ক্রিকেট

বৃষ্টিতে পণ্ড হলে ফাইনাল খেলবে ভারত

বৃষ্টিতে পণ্ড হলে ফাইনাল খেলবে ভারত
ভারত-ইংল্যান্ড ম্যাচে যে আশঙ্কা ছিল, তাই ঘটছে। প্রভিডেন্সে এখন বৃষ্টির হানা। তবে জানা যায় বৃষ্টি থেমে গেছে। কিছুক্ষণের মধ্যে টস হবে। তবে আজকের ম্যাচের জন্য অতিরিক্ত ২৫০ মিনিট বরাদ্দ করা আছে। আর একেবারেই ম্যাচ শুরু না হলে নিয়ম অনুযায়ী ফাইনালে যাবে ভারত। দক্ষিণ আফ্রিকা নিশ্চিত করেছে ফাইনাল। এখন তাদের সঙ্গী হবে কে? তা জানতে আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায় মুখোমুখি হওয়ার কথা ভারত ও ইংল্যান্ডের। সেই ম্যাচের আগে কিছুটা দেখা গেছে শঙ্কা। যে শঙ্কার আশঙ্কা ছিল। এই ম্যাচের জন্য আলাদা কোনো রিজার্ভ ডে রাখা হয়নি। যদি ম্যাচটি বৃষ্টির কারণে একেবারেই মাঠে না গড়ায়, সেক্ষেত্রে ভারতকে জয়ী ঘোষণা করা হবে। আইসিসি থেকেই অবশ্য নিয়মটি দেওয়া হয়েছে। সুপার এইটে যে দল শীর্ষে থাকবে ম্যাচ জয় ও পয়েন্টের মাধ্যমে- তাদের সুযোগ থাকবে কোয়ালিফাই করার। যদি এমন কোনো কারণে ম্যাচ অনুষ্ঠিত না হয়। সুপার এইটের পয়েন্ট তালিকা বলছে, ইংল্যান্ডের চেয়ে ভারতের পয়েন্ট বেশি। যেখানে ইংল্যান্ডের ৩ ম্যাচে ৪ পয়েন্ট, সেখানে ভারতের ৩ ম্যাচে ৬ পয়েন্ট।   এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন বৃষ্টিতে | পণ্ড | হলে | ফাইনাল | খেলবে | ভারত