ক্রিকেট

'বিশ্বাস রাখেন আমাদের ওপর'

'বিশ্বাস রাখেন আমাদের ওপর'
দেশে ফিরেছে বাংলাদেশ। বিশ্বকাপে হতাশ করেছে দল। যদিও সুপার এইট খেলেছে নাজমুল হোসেন শান্ত’র দল। তবে এতেই তো সন্তুষ্ট হওয়ার সময় আর নেই। সুপার এইটে একটা ম্যাচও জিততে পারেনি তারা। আজ (শুক্রবার) দেশে এসে এয়ারপোর্টে নেমে কথা বলেছেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ। সুপার এইটে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে পরাজয়ের পরও সুযোগ এসেছিল বাংলাদেশের কাছে। আফগানিস্তানকে নির্দিষ্ট সমীকরণে হারাতে পারলে সেমিফাইনাল খেলতে পারবে তারা। কিন্তু ১২.১ ওভারের মধ্যে যে জেতার কথা ছিল তাদের। সেটি তো হয়নি, ম্যাচটিও জিততে পারেনি বাংলাদেশ দল। তাসকিন বলেন, 'এখন আসলে আমরা সবাই ব্যথিত, সমর্থকরাও। বিশেষ করে কয়েকটা ম্যাচ আমাদের জেতার কথা ছিল, পারিনি। শেষ ম্যাচটা আমরা ১২.১ ওভারে আমাদের সবারই পরিকল্পনা ছিল জেতার। আমরা সে ইনটেন্ট নিয়েই খেলা শুরু করেছি। একটা পর্যায়ে যখন দেখলাম যে হবে না ১২ ওভারে, তখন স্বাভাবিকভাবে জেতার চেষ্টা করা হয়, তারপর আমরা ওটাও চেষ্টা করে পারিনি।' মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসানের অফ ফর্মও ভুগিয়েছে বাংলাদেশ দলকে। সেই কথাও বললেন তাসকিন। ভালো করার প্রত্যাশা জানিয়ে রাখলেন এই পেসার। বললেন তাদের ওপর বিশ্বাস রাখতে, 'ধীরে ধীরে উন্নতি হচ্ছে। টি-টোয়েন্টিতে আমরা আগে থেকেই অনেক পিছিয়ে ছিলাম। সেখান থেকে উন্নতি তো হচ্ছে। শুধু মাইনাস পয়েন্ট দেখলে তো হবে না। এমনিতেই মাইনাসেই আছি। প্লাসে আসার সর্বোচ্চ চেষ্টা করছি। করেই যাব। আপনারা হতাশ হচ্ছেন, স্বাভাবিক। আবার আমরা আপনাদের ভালো জয় উপহার দেব। বিশ্বাস রাখেন আমাদের ওপর।'   এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন বিশ্বাস | রাখেন | আমাদের | ওপর