দেশজুড়ে

সাপের কামড়ের পর মৃত যুবককে ওঝার ঝাড় ফুঁক, এলাকায় মানুষের ঢল!

সাপের কামড়ের পর মৃত যুবককে ওঝার ঝাড় ফুঁক, এলাকায় মানুষের ঢল!
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়নের বাসুরা এলাকায় সাপের কামড়ে এক যুবক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ জুন) রাত ৮ টার দিকে মাছ ধরতে যান সাইফুল ইসলাম নামের ব্যক্তি। এ সময় বিষধর সাপ ওই যুবকে পায়ে কামড় দেয়। নিহত ব্যক্তি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাসুরা গ্রামের উনুস আলীর ছেলে সাইফুল ইসলাম( ৩৮)। এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলা বাসুরা এলাকার একটি বিলে শুক্রবার রাতে টেটা দিয়ে মাছ ধরতে যান সাইফুল ইসলাম। এ সময় বিষধর সাপ এসে সাইফুল ইসলামের পায়ের কামড় দেয়। সাপটি কামড় দেয়ায় মুহূর্তের মধ্যে সাপটিকে টেটা দিয়ে গেথে বাড়িতে নিয়ে আসে। পরে ওই যুবককে প্রাথমিক চিকিৎসা দেয়ার জন্য সাপের ওঝার কাছে নেয়া হয়, সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত পরিবারের লোকজন ও এলাকাবাসী তাকে চিকিৎসার জন্য মির্জাপুরে কুমুদিনি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইফুল ইসলামকে মৃত ঘোষণা করেন। ঢালজোড়া ইউনিয়নের চেয়ারম্যান ইছামুদ্দিন জানান, রাতে মাছ ধরতে গেলে তাকে সাপে কামড় দেয়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরক্ত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। শনিবার জানাযার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বাধা প্রয়োগ করে এক ওঝা। জানা যায়, সে সাত দিনের সাপে কাটা রোগী ভালো করতে পারে। তার কথামতে বর্তমানে চলছে ঝাড়ফুঁকের কার্যক্রম। বিষয়টি দেখতে বিভিন্ন এলাকা থেকে মৃত যুবকের বাড়িতে ভিড় করছে উৎসুক জনতা। এ বিষয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে বলে নিশ্চিত করেছে কালিয়াকৈর থানা পুলিশ। এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন সাপের | কামড়ের | মৃত | যুবককে | ওঝার | ঝাড় | ফুঁক | এলাকায় | মানুষের | ঢল