আর্কাইভ থেকে বাংলাদেশ

গুরুত্বপূর্ণ সড়কগুলো লাল চিহ্নিত করা হবে: মেয়র তাপস

গুরুত্বপূর্ণ সড়কগুলো লাল চিহ্নিত করা হবে: মেয়র তাপস

আগামী সপ্তাহ থেকে লাল চিহ্নিত অতি গুরুত্বপূর্ণ সড়কে আর হকার বসতে দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আজ বুধবার (৭ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ১০তলা বিশিষ্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউ বিপণি বিতানের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এ ঘোষণা দেন।

মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, আগামী সপ্তাহ থেকে নির্দিষ্ট রাস্তায় নির্দিষ্ট সড়ক আমরা চিহ্নিত করব। কেবল অতি গুরুত্বপূর্ণ সড়কগুলো লাল চিহ্নিত করা হবে। হলুদ ও সবুজ চিহ্নিতও করা হবে। লাল চিহ্নিত এলাকায় সড়কে হাঁটার পথে আমরা আর হকার বসতে দেব না। আগামী সপ্তাহ থেকে আমরা লাল চিহ্নিত অতি গুরুত্বপূর্ণ সড়কগুলো থেকে হকার সরানোর অভিযান শুরু করব।

তিনি বলেন, বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আধুনিক ১০তলা বিপণিবিতান নির্মাণকাজ হকারদের প্রতীক্ষা পূরণের আশাবাদ, এটি দীর্ঘদিনের প্রতীক্ষিত ছিল। এ এলাকার হকার ভাই-বোনদের অত্যন্ত প্রয়োজনীয় একটি মার্কেট। আজ আমরা অত্যন্ত আনন্দিত যে, এটার কাজ শুরু করতে পেরেছি। আমরা আশা করব, আগামী দুই বছরের মধ্যে এর নির্মাণ কাজ সম্পন্ন হবে। হকার ভাই-বোনদের জন্য এটি একটি বড় মার্কেট হবে।

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, করপোরেশনের সচিব আকরামুজ্জামান, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীন, ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরিদ উদ্দিন আহম্মদ রতন প্রমুখ।  

কেএস 

এ সম্পর্কিত আরও পড়ুন গুরুত্বপূর্ণ | সড়কগুলো | লাল | চিহ্নিত | করা | হবে | মেয়র | তাপস