দেশজুড়ে

টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির অবনতি

টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির অবনতি
টাঙ্গাইলে অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির। নদীর পানি বেড়ে লোকালয়ে প্রবেশ করায়, নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। পানিবন্দি হয়ে পড়েছেন হাজার হাজার পরিবার। গরু-ছাগল, হাঁস-মুরগি নিয়ে  বিপাকে পড়েছেন বন্যার্তরা। এসব এলাকায় সুপেয় পানির অভাব দেখা দিয়েছে। শনিবার (৬ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত যমুনার ভূঞাপুর অংশে নদীর পানি বিপৎসীমার ৫৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে গণমাধ্যমকে জানিয়েছে টাঙ্গাইল জেলা পানি উন্নয়ন বোর্ড। জানা যায়, জেলার ভুঞাপুর, কালিহাতী, নাগরপুর, গোপাপলপুর ও সদর উপজেলার বিভিন্ন গ্রামে নদীর পানি প্রবেশ অব্যাহত রয়েছে। গোবিন্দাসী ইউনিয়নের ভালকুটিয়ার ইউপি সদস্য আব্দুল কাদের জানান, পানির স্রোতের কারণে ভালকুটিয়া এলাকার পাকা রাস্তা ভেঙে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রতিবছরই যমুনা নদীর পানি এলাকায় প্রবেশ করায় ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষজন। নদীতে স্থায়ী একটি বাঁধ নির্মাণ করা হলে এলাকায় বন্যা হবে না। ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশীদ বলেন, সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হচ্ছে। এ ছাড়া ভাঙন এলাকা ও বন্যাকবলিতদের খোঁজখবর রাখা হচ্ছে। আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন টাঙ্গাইলে | বন্যা | পরিস্থিতির | অবনতি