ক্রিকেট

বিদায়ী অ্যান্ডারসনের প্রশংসায় পঞ্চমুখ স্টোকস

বিদায়ী অ্যান্ডারসনের প্রশংসায় পঞ্চমুখ স্টোকস
অবসর নিয়ে ফেললেন জেমস অ্যান্ডারসন। কিংবদন্তি ফাস্ট বোলারের তালিকায় তাকে স্মরণ করে যাবে ক্রিকেট বিশ্ব। ইংল্যান্ডের জার্সিতে লর্ডসে নিজের শেষ ম্যাচটা খেলে নিয়েছেন অ্যান্ডারসন। তার ক্যারিয়ারকে লম্বা এক সাফল্যমণ্ডিত হিসেবে চিহ্নিত করা খুব সহজ, যা ক্রিকেট ভক্তরাও করতে পারবেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডস টেস্টের মাঠে নামেন অ্যান্ডারসন। তার সামনে সুযোগ এসেছিল শেষটা আরেকটু রঙিন করার। অবশ্য সেরকম না করলেও, ইতিহাস তার হয়ে সাক্ষী দিয়ে যাবে বারবার। প্রথম ইনিংসে ২৬ রান দিয়ে ১ উইকেট, দ্বিতীয় ইনিংসে ৩২ রান দিয়ে ৩ উইকেট সংগ্রহ করেন অ্যান্ডারসন। ৪১ বছর বয়সী অ্যান্ডারসনের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। ম্যাচ শেষে অ্যান্ডারসনের প্রতি নিজের অভিব্যক্তি জানিয়েছেন তিনি। স্টোকস বলেন, 'কিছু সময় আপনি শব্দ খুঁজে পাবেন না। এবং আপনি যদি আমাকে ১৫ মিনিটও দেন, তবুও আমি তার প্রশংসা করে শেষ করতে পারব না।' ইংলিশ অধিনায়ক আরও বলেন, 'তার বয়স ৪১ বছর। এখনো নিজেকে একজন বোলার হিসেবে নিজেকে উন্নতি করার চেষ্টায় থাকে।' ম্যাচ শেষে ব্রডকাস্টার স্কাই স্পোর্টস’কে এসব কথা বলছিলেন স্টোকস। অ্যান্ডারসন তার আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন ২০০৩ সালে। টেস্টে ১৮৮ ম্যাচ খেলে সবমিলিয়ে ৭০৪ টি উইকেট সংগ্রহ করেছেন এই বোলার। ওডিআই’তে ১৯৪ ম্যাচ খেলে ২৬৯ উইকেট সংগ্রহ করেন। আর টি-টোয়েন্টিতে ১৯ ম্যাচ খেলে ১৮ উইকেট সংগ্রহ করেন।   এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন বিদায়ী | অ্যান্ডারসনের | প্রশংসায় | পঞ্চমুখ | স্টোকস