বাংলাদেশ

মামলা প্রত্যাহারে ২৪ ঘণ্টার আলটিমেটাম কোটাবিরোধীদের

মামলা প্রত্যাহারে ২৪ ঘণ্টার আলটিমেটাম কোটাবিরোধীদের
সরকারি চাকরিতে ৫ শতাংশের বেশি কোটা বাতিলের দাবিতে চলমান আন্দোলনে শিক্ষার্থীদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা  তুলে নেয়ার জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শনিবার (১৩ জুলাই) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে এমন দাবি জানান আন্দোলনকারীরা। শিক্ষার্থীরা বলেন, সারাদেশে আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছেন তাঁরা। শিক্ষার্থীদের দাবি, আন্দোলনে বাধার সৃষ্টি করা হচ্ছে। তাদের সাংবিধানিক অধিকারের সামনে দেয়াল হয়ে দাঁড়াচ্ছে পুলিশ। তাঁরা প্রশাসনের কাছে সর্বাত্মক সহযোগিতা কামনা করেন । এ সময় রমনা থানার ঊর্ধ্বতন এক কর্মকর্তার রেকর্ড শুনিয়ে তারা বলেন,  গত ১০ দিনের আন্দোলনে কোনো শিক্ষার্থী কোথাও কোনো হামলা করেনি। অথচ, অজ্ঞাতনামা হিসেবে মামলা করা হয়েছে। প্রসঙ্গত, মামলা দেয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শিক্ষার্থীরা। আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন মামলা | প্রত্যাহারে | ২৪ | ঘণ্টার | আলটিমেটাম | কোটাবিরোধীদের