যশোর সেনানিবাস ও বিমান বন্দর সংলগ্ন বালিয়া ভোকুটিয়া কলোনিপাড়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুই ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় কমপক্ষে ১০টি দোকান পুড়ে গেছে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) ভোরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের লেলিহান শিখায় ১১টি দোকান পুড়ে গেছে। আশপাশের আরও কয়েকটি দোকানের ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে অনেক ব্যবসায়ী সর্বস্ব হারিয়ে পথে বসার উপক্রম হয়েছে। এতে কমপক্ষে এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, বুধবার ভোরে হঠাৎ করে বালিয়া ভেকুটিয়া বাজারের মার্কেটে ভয়াবহ আগুনের লেলিহান ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের কর্তৃপক্ষ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত।