উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে দলিত এক পরিবারের দুই মেয়েকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে একটি গাছ থেকে তাদের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সূত্র: আনন্দবাজার
পুলিশ সূত্রে জানা যায়, মৃতেরা দলিত পরিবারের সদস্য। খবর পেয়ে নিঘাসন থানার পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায়। মৃতদেহগুলোকে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কোনও রকম উত্তেজনামূলক পরিস্থিতি যেন তৈরি না হয় সেজন্য পুলিশ মোতায়েন করা হয়েছে ।
ওই দুই নাবালিকার মায়ের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানিয়েছে, মোটরসাইকেলে করে কয়েকজন লোক তার মেয়েদের অপহরণ করে নিয়ে যায়। ওই মেয়েদের ধর্ষণ করে খুন করা হয়েছে বলে পরিবার থেকে অভিযোগ করা হয়।
প্রসঙ্গত, গত বছর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয়কুমার মিশ্রের ছেলে আশিসের বিরুদ্ধে যেই জায়গায় কৃষকদের গাড়ি চাপা দেয়ার অভিযোগ উঠেছিল, মৃতদেহগুলি তার কাছাকাছি একটি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।
এ ঘটনার পর আবারও মহিলা এবং শিশু নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ।
তাসনিয়া রহমান