জাতীয়

কোটা নিয়ে সংঘর্ষের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত হবে : প্রধানমন্ত্রী

কোটা নিয়ে সংঘর্ষের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত হবে : প্রধানমন্ত্রী
কোটা সংস্কার আন্দোলনের শিক্ষারর্থীরা সহিংসতায় জড়িত না। কিছু মহল কোটা আন্দোলনের সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। অহেতুক কতগুলো মূল্যবান জীবন ঝরে গেল। যারা এতে জড়িত তাদের বিচার করা হবে। হত্যাকাণ্ডসহ এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করা হবে। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে েএ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, কিছু মহল এই আন্দোলনের সুযোগ নিয়ে উচ্চাভিলাষ চরিতার্থ করার সুযোগ নিয়েছে, অহেতুক কতগুলো মূল্যবান জীবন ঝরে গেছে। প্রতিটি হত্যাকাণ্ডের নিন্দা জানাই। তিনি বলেন, আন্দোলনের শুরু থেকেই সরকার ধৈর্যের পরিচয় দিয়েছে। আন্দোনকারীদের নিরাপত্তায় পুলিশ সহযোগিতা করেছে। রাষ্ট্রপতি বরারবর স্মারকলিপি দিতে সুযোগ করে দেয়া হয়। পরিতাপের বিষয় হলো কিছু মহল আন্দোলনের সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। চট্টগ্রামে ভবন থেকে ছাত্রদের নিচে ফেলে দেয়া হয়েছে। উপাচার্যদের বাসভনে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। মেয়েদের হলে আক্রমণ ও লাঞ্ছিত করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, আপনজন হারানোর কষ্ট আমার চেয়ে আর কে জানে। অহেতুক কতগুলো মূল্যবান জীবন ঝড়ে গেল। আমি এই হত্যাকাণ্ডের নিন্দা জানাই। যা ঘটেছে তা কাম্য ছিল না। তিনি বলেন, কোটা আন্দোলন ঘিরে নিহতদের পরিবারের জীবন জীবিকার জন্য যে ধরনের সহযোগিতা দরকার, তা করা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন কোটা | নিয়ে | সংঘর্ষের | ঘটনায় | বিচার | বিভাগীয় | তদন্ত | হবে | | প্রধানমন্ত্রী