ক্রিকেট

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মালয়েশিয়ার মুখোমুখি বাংলাদেশ

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মালয়েশিয়ার মুখোমুখি বাংলাদেশ
এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে পরাজিত হয় বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয় ম্যাচে অবশ্য থাইল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে আশা বাঁচিয়ে রাখে নিগার সুলতানা জ্যোতির দল। আজ গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ মালয়েশিয়ার বিপক্ষে। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে টাইগ্রেসরা। সেমিফাইনালে উঠতে হলে বাংলাদেশকে জিততেই হবে। এমন এক সমীকরণ সামনে নিয়ে মালয়েশিয়ার মুখোমুখি হতে যাচ্ছে জ্যোতিরা। শ্রীলঙ্কার ডাম্বুলায় আজ (বুধবার) দুপুর আড়াইটায় শুরু হচ্ছে ম্যাচটি। বাংলাদেশ স্বাভাবিকভাবে প্রতিপক্ষ মালয়েশিয়ার চেয়ে ঢের এগিয়ে। তাদের বিপক্ষে হারের কোনো পূর্ব অভিজ্ঞতা নেই বাংলাদেশের। এই আত্মবিশ্বাসটুকু জ্যোতিদের এগিয়ে রাখবে। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মারুফা আক্তারকে একাদশে রাখেনি বাংলাদেশ দল। মারুফার বদলে সুযোগ মিলেছে জাহানারা আলমের। পয়েন্ট টেবিলের দিকে তাকালে দেখা যায় বাংলাদেশ দল আছে তিন নম্বরে। থাইল্যান্ডের মেয়েরা টেবিলের দুইয়ে। তবে থাই দলের নেট রান রেট বাংলাদেশের তুলনায় ভালো। টেবিলের শীর্ষে আছে শ্রীলঙ্কা। আজকের ম্যাচে বাংলাদেশকে জিততে হবে তো বটেই, পাশাপাশি নেট রান রেটের দিকেও খেয়াল রাখতে হবে।   এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন সেমিফাইনালে | ওঠার | লড়াইয়ে | মালয়েশিয়ার | মুখোমুখি | বাংলাদেশ