বিনোদন

টরন্টো চলচ্চিত্র উৎসবে মেহজাবীনের প্রথম সিনেমা

টরন্টো চলচ্চিত্র উৎসবে মেহজাবীনের প্রথম সিনেমা
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। টেলিভিশন ও ওটিটি জগতে জনপ্রিয়তার শীর্ষে থাকলেও বড় পর্দায় দেখা যায়নি এই অভিনেত্রীকে। এবার ক্যারিয়ারে প্রথমবারের মতো বড় পর্দায় অভিনয় করেছেন মেহজাবীন। মাকসুদ হোসেন পরিচালিত ‘সাবা’ সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে। সিনেমাটি দেশে মুক্তি পাওয়ার আগেই জায়গা করে নিয়েছে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (টিআইএফএফ) ডিসকভারি প্রোগ্রামে। সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে এই উৎসবেই। আগামী ৫ সেপ্টেম্বর শুরু হবে উৎসবের ৪৯তম আসর, চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। ডিসকভারি প্রোগ্রামে ‘সাবা’ ছাড়াও জায়গা পেয়েছে ২৩টি সিনেমা। টরন্টো উৎসবের ডিসকভারি প্রোগ্রামে জায়গা করে নিয়েছে ‘সাবা’, এমন খবরে উচ্ছ্বসিত মেহজাবীন। নিজের প্রতিক্রিয়া জানিয়ে অভিনেত্রী বলেন, ‘আমার প্রথম ছবি এটি। খুব ইচ্ছা ছিল বাংলাদেশে যখন মুক্তি পাবে, তখন আপনজন, সহশিল্পীরা মিলে একসঙ্গে প্রেক্ষাগৃহে বসে ছবিটি দেখব। কিন্তু তার আগে ছবিটি আন্তর্জাতিক অঙ্গনে মুক্তির সুযোগ পেয়ে গেল। পৃথিবীর বিভিন্ন দেশের ছবির সঙ্গে প্রতিযোগিতা করে টরন্টোর মতো বড় উৎসবে মনোনীত হয়েছে, এটি আমার কল্পনার বাইরে ছিল। তবে যা হয়, ভালোর জন্য হয়। এটি আমাদের পুরো টিমের জন্য বড় পাওয়া।’ মেহজাবীন আরও বলেন, ‘ছবিটির গল্প শোনার পর থেকে নিজেই বুঝতে পারছিলাম, এটাই হবে আমার প্রথম ছবি। সেভাবেই সিদ্ধান্ত নিয়েছিলাম। দীর্ঘ অপেক্ষার পর প্রথম ছবি হিসেবে এটি করার সিদ্ধান্ত যে ভুল ছিল না, সেটির প্রমাণ এখন পাচ্ছি।’ যৌথভাবে ‘সাবা’র গল্প ও চিত্রনাট্য করেছেন মাকসুদ হোসেন ও ট্রিলোরা খান। এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন টরন্টো | চলচ্চিত্র | উৎসবে | মেহজাবীনের | প্রথম | সিনেমা