ক্রিকেট

জিম্বাবুয়ের সফরের জন্য 'ট্যুর ফি' দিবে ইংল্যান্ড

জিম্বাবুয়ের সফরের জন্য 'ট্যুর ফি' দিবে ইংল্যান্ড
আধুনিক যুগের ক্রিকেটে প্রথম দেশ হিসেবে ক্রিকেট সফরের জন্য ‘ট্যুর ফি’ পেতে যাচ্ছে জিম্বাবুয়ে। একটি মাত্র টেস্ট খেলতে ২০২৫ সালে জিম্বাবুয়ে দল যাবে ইংল্যান্ডে। যেখানে ইংল্যান্ড বোর্ড থেকে সফরের জন্য অর্থ পাবে জিম্বাবুয়ে। শুক্রবার (২৬ জুলাই) 'স্কাই স্পোর্টস' এর সাথে আলাপে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড এই তথ্য জানিয়েছেন। ইসিবির প্রধান নির্বাহী গোল্ডের এমন পরামর্শ ছিল বছর খানেক আগে থেকেই। পূর্ণ সদস্যের কিছু দেশের সাথে অন্যান্য দেশগুলোর বৈষম্য কমিয়ে আনতে, এই পরামর্শ দিয়েছিলেন গোল্ড। পাশাপাশি টেস্ট ক্রিকেটের উন্নতি নিয়েও একই প্রসঙ্গে কথা বলেছেন। সেই ধারা থেকেই মূলত এবার ইংল্যান্ডের আয়োজনে হওয়া টেস্ট সফরে জিম্বাবুয়ে দলকে 'ট্যুর ফি' দিচ্ছে ইসিবি। প্রধান নির্বাহী গোল্ড বলেন, 'উদাহরণ দেওয়া যায়, পরের বছর জিম্বাবুয়ে দল ইংল্যান্ড সফর করবে। সাধারণত সফরকারী দল দেশে আসলে তাদের ব্যবস্থাপনার মাধ্যমে নিজেদের পরিচালনা করে থাকে। তবে এখানে সফরকারী দলের জন্য কোনো ফি বহন করতে হবে না। পরের বছর আমরা যখন জিম্বাবুয়ের সাথে খেলবো, সফরকারী দলের জন্য ফি নির্ধারণ করা থাকবে।' ইংল্যান্ড বোর্ড পুরো বিষয়কে অনেক বেশি গুরুত্বের সাথে দেখতে চাইছে। এখানে দায়িত্বশীলতার পরিচয় দিতে না পারলে, বোর্ডের জন্য সেটা দুর্নাম বয়ে আনবে। আর আইসিসির লভ্যাংশ বণ্টন নিয়েও আপত্তি আছে গোল্ডের। এই পদ্ধতি এখনো বেশ পুরোনো ধাঁচের আছে বলে মন্তব্য করেছেন তিনি।   এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন জিম্বাবুয়ের | সফরের | জন্য | ট্যুর | ফি | দিবে | ইংল্যান্ড