টিনএজ জার্মান স্ট্রাইকার ইউসুফা মুকোকোর গোলে শালকেকে ১-০ গোলে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে বরুসিয়া ডর্টমুন্ড। বায়ার্নের পরাজয়ের দিনে ঘরের মাঠে প্রতিপক্ষকে হারিয়ে শীর্ষে ওঠার আরো একটি সুযোগ প্রায় হাতছাড়া করেই ফেলেছিল ডর্টমুন্ড। কিন্তু ১৭ বছর বয়সী মুকোকোর গোলে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে স্বাগতিকরা।
ডর্টমুন্ডের জয়ের দিনে অবশ্য অধিনায়ক মার্কো রেয়াসের গোঁড়ালির ইনজুরি কিছুটা হলে দু:শ্চিন্তায় ফেলেছে কোচ এডিন টারজিককে। ৩০ মিনিটে শালকে ডিফেন্ডার ফ্লোরিয়ান ফ্লিকের সাথে সংঘর্ষে মাঠ ছাড়তে হয়েছে রেয়াসকে।
মোডেস্টের স্থানে ৬৪ মিনিটে মাঠে নামানো হয় মুকোকোকে। তাকে পেয়ে ডর্টমুন্ডের আক্রমনভাগ যেন হঠাৎ করেই প্রাণ ফিরে পায়। একের পর এক আক্রমণ থেকে শেষ পর্যন্ত ৭৯ মিনিটে সাফল্য আসে। মরিয়াস উল্ফের নিখুঁত ক্রস থেকে মুকোকোর হেডে লিড পায় ডর্টমুন্ড।
অপর দিকে, সাত ম্যাচ পর বুন্দেসলিগায় প্রথম পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছে বায়ার্ন মিউনিখ। শনিবার তারা অসবার্গের কাছে ১-০ গোলে হেরে গেছে। এনিয়ে লিগে টানা তিন ড্রয়ের পর চতুর্থ ম্যাচে এসেও পয়েন্ট হারালো বর্তমান চ্যাম্পিয়নরা। এতে লিগ টেবিলের শীর্ষে আসে বরুসিয়া ডর্টমুন্ড।
দিনের আরেক ম্যাচে স্টুটগার্টকে সহজেই ৩-১ গোলে পরাজিত করে চার ম্যাচে তৃতীয় জয় তুলে নিয়েছে এইন্ট্রাখট ফ্রাংকফুর্ট।