বিনোদন

জানা গেল সংগীতশিল্পী জুয়েলের বর্তমান অবস্থা

জানা গেল সংগীতশিল্পী জুয়েলের বর্তমান অবস্থা
গেল ২৩ জুলাই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী এবং টেলিভিশন অনুষ্ঠান নির্মাতা হাসান আবিদুর রেজা জুয়েল। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকের নিবির পর্যবেক্ষণে রয়েছেন তিনি। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তির পর ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে ছিলেন জুয়েল। তবে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার স্ত্রী সংগীতা আহমেদ। শনিবার সন্ধ্যায় গণমাধ্যমকে জুয়েলের স্ত্রী উপস্থাপক ও সংবাদ পাঠিকা সংগীতা জানান, জুয়েলের শরীরে রক্তের সংক্রমণের হার কমেছে। রক্তে প্লাটিলেটের মাত্রা যে কমেছিল, তা বাড়ছে। সংগীতা আহমেদ বলেন, ‘চিকিৎসকেরা জানিয়েছেন, রক্তের সংক্রমণের মাত্রা কমলে এবং রক্তের প্লাটিলেট মাত্রা বাড়ার হার অব্যাহত থাকলে হয়তো চিকিৎসকেরা লাইফ সাপোর্ট খুলে দেবেন। শারীরিক অবস্থার উন্নতির এভাবে চলতে থাকলে, স্বাভাবিকভাবে শ্বাসপ্রশ্বাস নিতে পারবে। তবে এর সঙ্গে ক্যানসারের উন্নতির কোনো সম্পর্ক নেই।’ এর আগে শনিবার (২৭ জুলাই) পর্যন্ত জুয়েলের ফুসফুস থেকে মোট ৩ লিটার জমানো পানি বের করা হয়। প্রতিদিন বেলা ১২টার দিকে জুয়েলের শারীরিক অবস্থার আপডেট জানিয়ে ব্রিফ করছেন চিকিৎসকরা। সবশেষ তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগের চেয়ে জুয়েলের অবস্থার উন্নতি হলেও নিজে নিজে শ্বাস প্রশ্বাস নিতে পারছেন না শিল্পী। ২০১১ সালে জুয়েলের লিভার ক্যান্সার ধরা পড়ে। এরপর তা ফুসফুস ও হাড়ে সংক্রমিত হয়। ২৩ জুলাই রাতে হাসপাতালে ভর্তি করানোর পর থেকেই লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাকে। এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন জানা | সংগীতশিল্পী | জুয়েলের | বর্তমান | অবস্থা