জাতীয়

সহিংসতা থেকে শিশুদের রক্ষার আহ্বান ইউনিসেফের

সহিংসতা থেকে শিশুদের রক্ষার আহ্বান ইউনিসেফের
বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতার মধ্যে বেশ কয়েকজন শিশু নিহতের খবর এসেছে গণমাধ্যমে। এমন পরিস্থিতিতে শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ। সোমবার (২৯ জুলাই) সামজিক মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এ আহ্বান জানিয়েছে সংস্থাটি। ফেসবুক পোস্টে ইউনিসেফ বাংলাদেশ বলেছে,‘বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে ইউনিসেফ সকল সংশ্লিষ্ট পক্ষকে আহ্বান জানায় শিশুদের সহিংসতা থেকে রক্ষা করতে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী সহিংসতা ও ভয়-ভীতিমুক্ত একটি নিরাপদ পরিবেশে মত প্রকাশের অধিকার নিশ্চিত রাখতে।’ এর আগে ফেইসবুকে দেয়া আরেক পোস্টে ইউনিসেফ বলে, “দেশে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় শিশুদের সুস্থতা ও মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।” শিশুদের মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনা করে এরই মধ্যে ইউনিসেফ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে জানিয়ে সে পোস্টে আরও বলা হয়, “বিগত কয়েক দিনে ইউনিসেফ সমর্থিত শিশু হেল্পলাইন ১০৯৮ এ কল সংখ্যা ২৫০% বৃদ্ধি পেয়েছে। “ধন্যবাদ ইউনিসেফের প্রশিক্ষিত ৩০০ সমাজকর্মীদের, যারা বাড়ি বাড়ি গিয়ে কঠিন পরিস্থিতিতে শিশুদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করেছেন।”   এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন সহিংসতা | শিশুদের | রক্ষার | আহ্বান | ইউনিসেফের