আন্তর্জাতিক

ভিয়েতনামে কয়লা খনি দুর্ঘটনায় নিহত ৫

ভিয়েতনামে কয়লা খনি দুর্ঘটনায় নিহত ৫
ভিয়েতনামের উত্তরাঞ্চলের বৃহত্তম কয়লা খনি ভিনাকোমিনে ভয়াবহ দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫ শ্রমিক। সোমবার (২৯ জুলাই) এ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার (৩০ জুলাই) স্থানীয় কর্তৃপক্ষের দেয়া তথ্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে,  এক বিবৃতিতে কোয়াং নিং প্রদেশের পিপলস কমিটি জানায়, সোমবার দেশটির বৃহত্তম কয়লা খনি এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার কারণ নিশ্চিত করতে তদন্ত শুরু হয়েছে। ভিয়েতনামের রাষ্ট্রীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহতরা সবাই পুরুষ। তাদের বয়স ২৩ থেকে ৪৭ বছরের মধ্যে। তারা রাষ্ট্রায়ত্ত খনি কোম্পানি ভিনাকোমিনের একটি ইউনিটের কর্মী ছিলেন। ভিয়েতনাম নিজেদের বিদ্যুৎ উৎপাদিনের জন্য জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীল। এবছর কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্রগুলো ৬০ শতাংশ বিদ্যুৎ সরবারহ করেছে মোট উৎপাদিত বিদ্যুতের। দেশটিতে কয়লা খনিতে দুর্ঘটনা এখন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। গেলো এপ্রিলেও ভিনাকোমিনের অন্য এক খনিতে গ্যাস বিস্ফোরণে সাতজন আহত হয়েছিলো ও চারজন নিহত হয়েছিলো। জেডএস/    

এ সম্পর্কিত আরও পড়ুন ভিয়েতনামে | কয়লা | খনি | দুর্ঘটনায় | নিহত | ৫