ক্রিকেট

পাকিস্তান বোর্ডের গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরছেন ওয়াকার ইউনুস

পাকিস্তান বোর্ডের গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরছেন ওয়াকার ইউনুস
পাকিস্তান ক্রিকেটে নতুন দায়িত্বে ফিরছেন ওয়াকার ইউনুস। বোর্ডের গুরুত্বপূর্ণ বেশ কিছু কাজ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যানের সাথে ভাগাভাগি করে নিতে যাচ্ছেন ওয়াকার। সোমবার (২৯ জুলাই) পিসিবি চেয়ারম্যান নাকভির সাথে লাহোরে দেখা করেন ওয়াকার। নিয়োগ পুরোপুরি নিশ্চিত করার আগে নাকভি ও ওয়াকার আলোচনা করে নেন। তার দায়িত্ব কী ধরনের হবে, সেটি নিয়েও হয়েছে আলোচনা। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) ম্যানেজিং ডিরেক্টর রব কি যে ধরনের দায়িত্ব পালন করে থাকেন, ওয়াকারের দায়িত্ব পাকিস্তান বোর্ডে ঠিক তেমন হবে বলে জানা যায়। যেখানে পিসিবি চেয়ারম্যানের পরামর্শক হিসেবেও দেখা যাবে হয়তো তাকে। সামনে পাকিস্তানের বেশ ব্যস্ত সূচি দেখা যাবে। ফলে দল যাতে নিশ্চিন্ত থেকে পারফর্ম করে যেতে পারে, সেক্ষেত্রে প্রয়োজনীয় নিয়োগের ব্যাপারে নজর দিচ্ছে পিসিবি। এর আগে বোলিং বা সহকারী কোচ হিসেবে পাকিস্তানের হয়ে তিন মেয়াদে দায়িত্ব পালন করেছেন ওয়াকার। পাশাপাশি দুইবার ছিলেন প্রধান কোচ। ২০১৯ ওডিআই বিশ্বকাপের পর মিসবাহ-উল-হকের অধীনে বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন ওয়াকার। এবারই প্রথমবারের মতো বোর্ডে সম্প্রসারিত একটি দায়িত্ব পালন করতে যাচ্ছেন ওয়াকার। এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন পাকিস্তান | বোর্ডের | গুরুত্বপূর্ণ | দায়িত্বে | ফিরছেন | ওয়াকার | ইউনুস