আর্কাইভ থেকে বাংলাদেশ

সাফজয়ী বাঘিনীদের ৫০ লাখ টাকা পুরস্কার দেবে বিসিবি

সাফজয়ী বাঘিনীদের ৫০ লাখ টাকা পুরস্কার দেবে বিসিবি

প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করা বাংলাদেশ নারী ফুটবল দলকে ৫০ লাখ টাকা পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

আজ বুধবার (২১ সেপ্টেম্বর) এ এক বিজ্ঞপ্তিতে ঘোষণা দেয় বিসিবি। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, নারী ফুটবলারদের ইতিহাস গড়া সাফল্যে তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড।

বিজ্ঞপ্তিতে পাপন বলেন, মাঠে অসাধারণ পারফরম্যান্স ও ঐতিহাসিক অর্জনের মাধ্যমে গোটা দেশকে আনন্দে ভাসিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। তাদের প্রতি সমর্থন ও স্বীকৃতি হিসেবে আমি বিসিবির পক্ষ থেকে পুরো দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করছি।

গত সোমবার স্বাগতিক নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে সাবিনা-সানজিদারা। ফুটবলের এমন অর্জনে নারী দলটির পাশে দাঁড়াচ্ছে বিসিবি।

তাসনিয়া রহমান

 

এ সম্পর্কিত আরও পড়ুন সাফজয়ী | বাঘিনীদের | ৫০ | লাখ | টাকা | পুরস্কার | দেবে | বিসিবি