আইন-বিচার

এবি পার্টির সদস্য সচিব মঞ্জু ৫ দিনের রিমান্ডে

এবি পার্টির সদস্য সচিব মঞ্জু ৫ দিনের রিমান্ডে
ধানমন্ডি থানার নাশকতার মামলায় আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্য সচিব ও সাবেক জামায়াত নেতা মজিবুর রহমান মঞ্জুরের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৩১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত শুনানি শেষে এ রিমান্ডের আদেশ দেন। এদিন মঞ্জুকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের পরিদর্শক এস এম রাইসুল ইসলাম। মঞ্জুর আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তার পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন। এর আগে গত ২১ জুলাই রাজধানীর ধানমন্ডি থানায় উপ-পরিদর্শক মো. কামরুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন। মামলায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০০-৪০০ দুষ্কৃতকারীকে আসামি করা হয়। প্রসঙ্গত, গেলো সোমবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর মিরপুর ডিওএইচএসে এক আত্মীয়ের বাসা থেকে মঞ্জুকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করে এবি পার্টি। নাশকতার মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে মঞ্জুকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন এবি | পার্টির | সদস্য | সচিব | মঞ্জু | ৫ | দিনের | রিমান্ডে