ভারতের রাজ্য কেরালার ওয়েনাডেতে ভূমিধসে মৃতের সংখ্যা ১৫৮ ছাড়িয়েছে। এখনো ২২০ জনের বেশি মানুষ নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। ভারী বৃষ্টির ফলে একাধিক ভূমিধসের ঘটনা ঘটেছে ওয়েনাডেতে।
মঙ্গলবার (৩০ জুলাই) এই ভূমিধসের ঘটনা ঘটে ভারতের দক্ষিণের রাজ্য কেরালায়।
ভারতের দক্ষিণে যেসব রাজ্য আছে সেখানে ভূমিধস ঘটতে পারে, এমন আশঙ্কা আগে থেকেই করছিল কেন্দ্রীয় সরকার। বুধবার (৩১ জুলাই) রাজ্যসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, গত ২৩ জুলাই কেরালা সরকারকে সতর্ক করা হয়েছিল।
সেনাবাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে কেরালায়। পূর্ব থেকেই কেরালায় দুর্যোগ মোকাবিলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাপনা গ্রহণ করার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবুও এমন পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার উদ্ধারকাজ নানাভাবে ব্যাহত হচ্ছে বলেও জানা যায়।
কেরালার আবহাওয়া দপ্তর থেকে জানা যায়, আগামী কয়েক দিন বৃষ্টি ও ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এখনো বেশ কিছু জায়গায় বিশেষ সতর্কতা জারি আছে। ফলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ব্যাপারে এখনই নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।
এম এইচ//