দেশজুড়ে

নরসিংদীতে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের বাধা

নরসিংদীতে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের বাধা
ছাত্র হত্যার দায় স্বীকার করে সুষ্ঠু বিচার ও যেসব এলাকায় ছাত্র হত্যার ঘটনা ঘটেছে, সেখানকার পুলিশের ডিআইজি ও পুলিশ সুপারকে বরখাস্ত করাসহ ৯ দফা দাবিতে বিক্ষোভ করেছে নরসিংদীর সাধারণ শিক্ষার্থীরা। এসমসয় শিক্ষার্থীদের সঙ্গে বিক্ষোভে অংশ নেন নরসিংদী সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিন এবং নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী শিরিন সুলতানা। বুধবার (৩১ জুলাই)  পৌর শহরের উপজেলা মোড় এলাকায় এ বিক্ষোভ করে বিভিন্ন স্কুল কলেজের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী। জানা যায়, দুপুর সাড়ে বারোটার দিকে ব্রাহ্মন্দী এলাকা থেকে ৯ দফা দাবি নিয়ে বিক্ষোভকারীরা টাওয়াদি মোড় হয়ে আদালত প্রাঙ্গণে যেতে থাকে। এসময়, বিক্ষোভকারীরা উপজেলা মোড় এলাকায় পৌঁছালে পুলিশ বাধা দেয়। পরে, পুলিশের বাধার মুখে আদালত প্রাঙ্গণে পৌঁছাতে না পেরে উপজেলা মোড়েই দুপুর একটা থেকে দেড়টা পর্যন্ত বিক্ষোভ করে ফিরে যায় বিক্ষোভকারীরা। নরসিংদী সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিন গণমাধ্যমকে বলেন, আমরা আদালত চত্বরে শিক্ষার্থীদের নিয়ে শান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছিলাম। কিন্তু পুলিশের বাধায় আদালত চত্বরে যেতেই পারিনি। পুলিশকে একাধিকবার বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। শিক্ষার্থীদের বিক্ষোভের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভির আহমেদসহ অন্যান্য পুলিশ সদস্যরা।   এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন নরসিংদীতে | শিক্ষার্থীদের | বিক্ষোভে | পুলিশের | বাধা