ক্রিকেট

বাংলাদেশে ফিরেছেন কোচ হাথুরুসিংহে

বাংলাদেশে ফিরেছেন কোচ হাথুরুসিংহে
লম্বা সময় ধরে ছুটিতে আছেন বাংলাদেশ ক্রিকেট দলের কোচিং স্টাফরা। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পরেই ছুটিতে যান তারা। সামনে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। ব্যস্ততা বাড়তে যাচ্ছে বিধায় বৃস্পতিবার (১ আগস্ট) রাতেই বাংলাদেশে ফিরছেন দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। হাতুরুসিংহের ফেরার কথা ছিল গত ২৫ জুলাই। তবে ভিসা জটিলতায় তা সম্ভব হয়নি। ফলে কিছুটা বিলম্ব করে আগস্টের শুরুতেই ফিরলেন বাংলাদেশে। আগামীকাল (৩ আগস্ট) থেকে পাকিস্তান সিরিজ নিয়ে ছক কষার কথা রয়েছে তার। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পর দেশের ক্রিকেট নিয়ে নানা আলোচনা সমালোচনা হয়। বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স মোটেই সন্তুষ্ট করতে পারেনি এদেশের মানুষকে। ফলে দলের কোচ থেকে শুরু করে খেলোয়াড়- সবার সমালোচনায় মুখর ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম। খবর শোনা যাচ্ছিল, হাতুরুসিংহের বিদায়ও চাচ্ছিলেন সমর্থকরা। যদিও এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে কোনো পরিবর্তনের বার্তা দেওয়া হয়নি। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস সম্প্রতি গণমাধ্যমের সাথে কথা বলেন। কোচ পরিবর্তন প্রসঙ্গে কথা উঠলে জালাল ইউনুস বলেন,  'কোচ পরিবর্তন হওয়া না হওয়া এটা বোর্ড থেকে সিদ্ধান্ত হয়। এখন পর্যন্ত এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি।' এম এইচ//  

এ সম্পর্কিত আরও পড়ুন বাংলাদেশে | ফিরেছেন | কোচ | হাথুরুসিংহে