বাংলাদেশ

খুলনায় পুলিশ-শিক্ষার্থী দফায় দফায় সংঘর্ষ

খুলনায় পুলিশ-শিক্ষার্থী দফায় দফায় সংঘর্ষ
খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘ছাত্র-জনতার গণমিছিল’ এ শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। শুক্রবার (২ আগস্ট) বিকেলে খুলনা শহরের জিরো পয়েন্ট এলাকায় এই ঘটনা ঘটে। শিক্ষার্থীরা এ সময় খুলনা বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে স্লোগান দিতে থাকেন। জানা যায়, শিক্ষার্থীদের মিছিল বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছালে জিরো পয়েন্ট অঞ্চল থেকে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে দফায় দফায় সংঘর্ষ বিকাল ৫ টা পর্যন্ত চলতে থাকে। আন্দোলনকারী শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, তারা বেলা সোয়া ৩ টার দিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে ও জিরো পয়েন্ট এলাকায় মিছিল নিয়ে পৌঁছায়। জিরো পয়েন্ট এলাকায় পৌঁছালে শিক্ষার্থীদের ওপর টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। পুলিশের সাথে বেশ কয়েকবার শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন খুলনায় | পুলিশশিক্ষার্থী | দফায় | দফায় | সংঘর্ষ