জাতীয়

শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিলেন সাবেক সেনাপ্রধান

শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিলেন সাবেক সেনাপ্রধান
চলমান বৈষম্যবিরোধী আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়ে নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া। গেলো শুক্রবার (২ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে পৃথক পোস্টে এ সংহতি জানান এ সাবেক এ সেনাপ্রধান। ফেসবুক পোস্টে তিনি বলেন, শিক্ষার্থীদের ওপর গুলি চালানো ও নির্যাতনের মতো অন্ধ উন্মত্ততার অবসান জরুরি। নিজেদের সন্তানদের ওপর গুলি চালানো, তাদের অপহরণ, গণ-গ্রেপ্তার ও নির্যাতন এখনই বন্ধ করবার আহ্বানও জানান তিনি। গেলো ১ আগস্ট চলমান পরিস্থিতিতে নিয়ে ফেসবুক পোস্টে তিনি বলেন,  আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, বৈষম্য বিরোধী আন্দোলনে তাজা প্রাণ উৎসর্গকারী শহীদদের রুহের মাগফেরাত কামনা করছেন। এছাড়াও, শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করে নিজের ফেসবুক প্রোফাইল পিকচার এবং কাভার ফটো লাল রঙে পরিবর্তন করেন তিনি। প্রসঙ্গত,  ইকবাল করিম ভূঁইয়া ২০১২ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন শিক্ষার্থীদের | পক্ষে | অবস্থান | নিলেন | সাবেক | সেনাপ্রধান