দেশজুড়ে

চট্টগ্রামে ছাত্র-জনতার সমাবেশ, বাধা দেবে না পুলিশ

চট্টগ্রামে ছাত্র-জনতার সমাবেশ, বাধা দেবে না পুলিশ
চট্টগ্রাম নগরীর নিউমার্কেট মোড় এলাকায় ছাত্র-জনতার সমাবেশে নানা শ্রেণি-পেশার মানুষের ঢল নেমেছে। পূর্ব ঘোষণা অনুযায়ী নগরীর বিভিন্ন স্থান থেকে এ এলাকায়  জড়ো হতে থাকেন তারা। এসময়ে নমনীয় ভূমিকায় ছিল পুলিশ। শনিবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে নিউমার্কেট মোড়ে ছাত্র-জনতার সমাবেশে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সমাবেশে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন তাদের অভিভাবকরাও। এসময় রিকশাওয়ালা থেকে শুরু করে নানা শ্রেণি-পেশার লোকজনকে আন্দোলনে আসা শিক্ষার্থীদের তালি দিয়ে সংহতি জানাতে দেখা যায়। চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশ জানায়, আন্দোলনে পুলিশ কোনও বাধা দেবে না। শিক্ষার্থীরা নিজেদের মতো কর্মসূচি পালন করতে পারবে। তবে তারা যাতে কোনও সহিংস কর্মকাণ্ড না করে সেই অনুরোধ থাকবে। পাশাপাশি নাশকতাকারীদের নজরদারিতে রাখা হচ্ছে। সাইফ উদ্দিন নামে এক শিক্ষার্থী বলেন, সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লেলিয়ে দিয়ে তাদের নিরপরাধ সহপাঠীদের হত্যা করেছে। গণমাধ্যমে এসেছে, তারা প্রাণঘাতী বুলেটেই মারা গেছেন। এতো প্রাণহানির পর তাদের দাবি মেনে নিলে কী হবে? তারা সহপাঠীদের ফেরত চান। এসময়ে আজকের কর্মসূচিতে পুলিশ কোন বাধা দেয়নি বলেও জানান তিনি। আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন চট্টগ্রামে | ছাত্রজনতার | সমাবেশ | বাধা | দেবে | পুলিশ