আর্কাইভ থেকে বাংলাদেশ

আবারও উত্তপ্ত ইডেন মহিলা কলেজ প্রাঙ্গণ

আবারও উত্তপ্ত ইডেন মহিলা কলেজ প্রাঙ্গণ

ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে আবারও উত্তপ্ত হয়ে ওঠেছে ইডেন মহিলা কলেজ। এবার ইডেন ছাত্রলীগের সহসভাপতি জান্নাতুল ফেরদৌসীকে মারধর করে বের করে দেয়ার ঘটনা ঘটেছে। এরপরেই শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত থেকে ইডেন কলেজ ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।

ছাত্রলীগ নেত্রী জান্নাতুলের অভিযোগ, ছাত্রলীগের উপরমহলে বিষয়গুলো জানানোর পরও কোনো সুরাহা হয়নি। তাছাড়া ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক তো ফোনই রিসিভ করেন না। তাই তাদের জানানো সম্ভব হয়নি।

জানা গেছে, ইডেন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সিটবাণিজ্যসহ নানান বিষয়ে সম্প্রতি গণমাধ্যমে কথা বলেন ছাত্রলীগ নেত্রী জান্নাতুল ফেরদৌসী। অনিয়ম নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলায় শনিবার (২৪ সেপ্টেম্বর) রাতে জান্নাতুলকে তার হলের কক্ষ থেকে টেনে-হিঁচড়ে বের করে আনেন কলেজ ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী। পরে সভাপতি তামান্না জেসমিন রিভা  ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার সামনে তাকে নির্যাতন করা হয়।

জান্নাতুল বলেন, ইডেন ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার কাছের মানুষ হতে না-পারায় তাদের নির্যাতন করা হচ্ছে। যারাই সভাপতি  ও সাধারণ সম্পাদকের অন্যায়গুলো ধরিয়ে দেয়, তারাই শত্রু হয়ে যায়।

তিনি বলেন, সভাপতি ও সাধারণ সম্পাদকের চাঁদাবাজি ও সিটবাণিজ্য নিয়ে কথা বলায় তাকে নির্যাতন করা হয়েছে এবং আপত্তিকর অবস্থায় ছবি তোলা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ ঘটনার বিচার না-হলে জান্নাতুল ফেরদৌসী আত্মহত্যা করবেন।

এ বিষয়ে বঙ্গমাতা হোস্টেলের তত্ত্বাবধায়ক নাজমুন নাহার বলেন, মূল ঘটনা তিনি জানেন না। শুনেছেন এটা ছাত্রলীগের ইন্টারনাল বিষয়। দুই পক্ষই ছাত্রলীগের। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এ ঘটনায় রাত ৩টায় ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য ক্যাম্পাসে আসরে তার কাছে লিখিত অভিযোগ জমা দেন ছাত্রলীগের একাংশসহ সাধারণ শিক্ষার্থীরা।

উল্লেখ্য, সম্প্রতি বেশ কিছু বিতর্কিত কর্মকাণ্ডে কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভাকে নিয়ে তুমুল বিতর্ক চলছে। বিশেষ করে ছাত্রলীগের কর্মসূচিতে না যাওয়ায় শিক্ষার্থীদের অকথ্য ভাষায় গালাগাল ও হুমকি দেয়ার একটি অডিও গণমাধ্যমকে ফাঁস হয়। যদিও পরে এ নিয়ে ক্ষমা চান তিনি। শুধু তাই নয়, এ ঘটনায় চার দিন পর রিভার বিরুদ্ধে দুই ছাত্রীকে বিবস্ত্র করে ভিডিও ভাইরাল করার হুমকি দেয়ার অভিযোগ ওঠেছে।

অনন্যা চৈতী

এ সম্পর্কিত আরও পড়ুন আবারও | উত্তপ্ত | ইডেন | মহিলা | কলেজ | প্রাঙ্গণ