আবহাওয়া

আবারও ভারী বর্ষণের পূর্বাভাস

নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে চলছে বৃষ্টি। কোথাও ভারী আবার কোথাও হালকা বৃষ্টিপাত হচ্ছে। এর মধ্যে আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে  ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

রোববার (১৫ সেপ্টেম্বর) আবহাওয়া অফিসের ভারী বর্ষণের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। 

সতর্কবার্তায় বলা হয়, রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৯ মিলিমিটার এর অধিক) বৃষ্টি হতে পারে। 

নিম্নচাপের প্রভাবে সারাদেশেই কমবেশি বৃষ্টি হচ্ছে। এর মধ্যে সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত ঢাকায় ২৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আজ রাতভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে বরিশাল বিভাগের পটুয়াখালী জেলায়, ২২৩ মিলিমিটার। এ সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেট বিভাগে, ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনা বিভাগের যশোর জেলায়, ২৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে দিনভর ভারী বৃষ্টিতে ঢাকা শহরের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। দুর্ভোগ পোহাতে হয়েছে অফিসগামী মানুষদের।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন আবহাওয়া