ক্রিকেট

ট্রাফিকে দাঁড়ানো শিক্ষার্থীদের খাবারের ব্যবস্থা করলো বিসিবি

ট্রাফিকে দাঁড়ানো শিক্ষার্থীদের খাবারের ব্যবস্থা করলো বিসিবি
পুরো দেশের বিভিন্ন স্থানে এখন সাধারণ শিক্ষার্থীরা ব্যস্ত ট্রাফিক নিয়ন্ত্রণে। সেই ধারাবাহিকতায় মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের বাইরে যে ছাত্রছাত্রীরা ট্রাফিকের দায়িত্ব পালন করছে, তাদের খাবারের ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির মিডিয়া বিভাগের কর্মচারীরা শিক্ষার্থীদের জন্য এই খাবারের ব্যবস্থা করেন। প্রবল ছাত্র-জনতার আন্দোলনের মুখে সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। এরপর থেকে দেশে বেশ অস্থিরতা তৈরি হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ নাজুক পরিস্থিতি তৈরি হয়। এতে সড়কে ট্রাফিক পুলিশের শূন্যতা দেখা দেয়। আর এর ফলে গত ৬ আগস্ট থেকেই শিক্ষার্থীরা দেশের বিভিন্ন সড়কে, বিশেষ করে রাজধানী ঢাকায় ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। শিক্ষার্থীরা শুধু ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন তাই নয়। যে নাগরিকরা সিগন্যাল অমান্য করছেন বা যারা ট্রাফিকের বিভিন্ন আইন ভঙ্গ করছেন- তাদের কাছে জবাবাদিহিতা চাচ্ছে বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি রাস্তা পরিস্কারের কাজও করে যাচ্ছেন এই ছাত্র-ছাত্রীরা। এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন ট্রাফিকে | দাঁড়ানো | শিক্ষার্থীদের | খাবারের | ব্যবস্থা | করলো | বিসিবি