জাতীয়

অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করবে জাতিসংঘ : গোয়েন লুইস

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতা করবে জাতিসংঘ। একইসঙ্গে দেশের উন্নয়ন ও অর্থনৈতি বিষয়ে কীভাবে সহযোগিতা করা যায় সে বিষয়ে সব দল মতের মানুষের সঙ্গে কথা বলবেন তারা। জানালেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস।

শুক্রবার (৯ আগস্ট) সকালে বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠক শেষে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি এসব তথ্য জানান।

তিনি আরও বলেন, আমরা সব পক্ষ ও  রাজনৈতিক দল এবং সুশীল সমাজের সঙ্গে মিটিং করছি। কীভাবে জাতিসংঘ বাংলাদেশকে দীর্ঘমেয়াদি উন্নয়নের অংশীদার হতে পারে। এই সরকারের সঙ্গে কাজ করতে পারে।

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ছাত্রজনতার অভ্যুত্থানে সমর্থন জানিয়েছে জাতিসংঘ। এমনকি দেশের গণতন্ত্র, মানবাধিকার ও নির্বাচন নিয়ে জাতিসংঘসহ সবার শঙ্কা কেটে গেছে।

তিনি বলেন, দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি। এর সঙ্গে দেশের মানুষ এবং আন্তর্জাতিক জনসমর্থন ছিল। বিশেষ করে জাতিসংঘের সমর্থন ছিল। বাংলাদেশের উন্নয়ন অংশীদারদের মধ্যে আগামী দিনের বাংলাদেশ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব ছিল। এখন সেই সঙ্কা কেটে গেছে।

নিরপক্ষে নির্বাচন নিয়েও কারও মধ্যে এখন আর শঙ্কা নেই বলে স্বস্তি প্রকাশ করেন বিএনপি নেতারা।

 

জেএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন অন্তর্বর্তীকালীন | সরকারকে | সহযোগিতা | করবে | জাতিসংঘ | | গোয়েন | লুইস