বাংলাদেশ

শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে সড়কে ফিরেছে ট্রাফিক পুলিশ

আব্দুল্লাহ মামুন

শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে কার্যক্রম শুরু করলো ট্রাফিক পুলিশ ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার আন্দোলনের মুখে (৫ আগস্ট) সরকারের পতনের পর রাজধানীসহ সারা দেশের ট্রাফিক ব্যবস্থার দায়িত্ব নেন শিক্ষার্থীরা। প্রায় ৬ দিন পর শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে কার্যক্রম শুরু করলো ট্রাফিক পুলিশ। ধীরে ধীরে এ দায়িত্ব পালনের পরিধি বাড়ানো হবে। 

 রোববার (১১ আগস্ট) বিকালে  ট্রাফিক কার্যক্রম শুরুর কথা জানান শের-এ-বাংলা জোনের ট্রাফিক ইন্চার্জ শরীফ আরিফুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মুনিবুর রহমান। ডিসি (ট্রাফিক) তেজঁগাও মোস্তাক আহমেদ, এডিসি (ট্রাফিক) তেজঁগাও কাজী রোমানা নাসরিন।

 শরীফ আরিফুজ্জামান বলেন,  প্রাথমিকভাবে জাহাঙ্গির গেট, পিএম দপ্তর, বিজয় স্বরণী, ফার্মগেট ও সোনারগাঁও এলাকায় ট্রাফিক পুলিশ সদস্যরা কাজ শুরু করেছেন। আগামীকাল থেকে প্রায় সব সড়কে ট্রাফিক পুলিশ সদস্যরা কাজ শুরু করবেন।

শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে সড়কে ফিরেছে ট্রাফিক পুলিশ

 এর আগে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, যেসব শিক্ষার্থী রাস্তায় ট্রাফিকের কাজ করছে তাদের তালিকা করে সবাইকে পুলিশের পক্ষ থেকে সার্টিফিকেট দেওয়া হবে। এই সার্টিফিকেট চাকরি ক্ষেত্রে যেন মূল্যায়ন হয়।

 এম সাখাওয়াত হোসেন বলেন, শিক্ষার্থীরা নিজের টাকায় সড়কে কাজ করছে, সড়ক পরিষ্কার করছে, রং কিনে দেওয়াল সুন্দর করছে। এটা যদি সরকারি প্রজেক্ট হতো তাহলে হাজার কোটি টাকা লাগতো। একটা দেশে এই চাইতে ভালো উদাহরণ হতে পারে না।

এএম/