অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের ৪ শীর্ষ কর্মকর্তার পদত্যাগ

বায়ান্ন প্রতিবেদন

ছবি: ছবি সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দাবির মুখে বাংলাদেশ ব্যাংকের দুই ডেপু‌টি গভর্নর, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ও নীতি উপদেষ্টা পদত্যাগ ক‌রে‌ছেন।

সোমবার (১২ আগস্ট) অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বরাবর পদত্যাগের চি‌ঠি দি‌য়ে‌ছেন বলে  অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে শীর্ষ কর্মকর্তাদের দুপুর একটার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা। দুপুর ১২টার দিকে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের পক্ষে এসব আল্টিমেটাম দেন মহিউদ্দিন রনি। এরপর একে একে পদত্যাগ ক‌রেন চার শীর্ষ কর্মকর্তা।

পদত্যাগ করা শীর্ষ কর্মকর্তারা হচ্ছেন, ডেপুটি গভর্নর-১ কাজী ছাইদুর রহমান, ডেপুটি গভর্নর-৩ খুরশিদ আলম, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) মাসুদ বিশ্বাস ও কেন্দ্রীয় ব্যাংকের নীতি উপদেষ্টা আবু ফারাহ মো. নাসের।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন বাংলাদেশ | ব্যাংক | পদত্যাগ