বিনোদন

গ্রেপ্তারের ৩৬ ঘণ্টা পর আমার পরিবার জানতে পারে: র‍্যাপার হান্নান

বিনোদন প্রতিবেদন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে র‌্যাপার হান্নান হোসাইন শিমুল ‘আওয়াজ উডা’ গানটি গেয়েছিলেন। এ কারণে সরকারের রোষানলে পড়েছিলেন তিনি। গ্রেপ্তার করা হয়েছিল তাঁকে। গেল ৬ আগস্ট বিকেলে মুক্তি পান তিনি। সম্প্রতি জেলজীবন ও সংগীত নিয়ে কথা বলেন এই র‌্যাপার। 

গণমাধ্যমকে হান্নান বলেন, ‘গানটা আসে ২৩ তারিখে। তার পরের দিন ২৪ জুলাই আমি গ্রেপ্তার হই। এদিন আমরা আমাদের এক বন্ধুর ফুফু মারা গিয়েছিলেন, তার জানাজায় গিয়েছিলাম। সেখান থেকে আসছিলাম, এলাকার যারা রাজনীতিবিদ ছিল তারা আমাদের দেখিয়ে দিয়েছিল। বলে দেয় যে, এদিক-ওদিক দিয়ে আসছি আমরা। তো সেখান থেকে ফেরার পথে অ্যারেস্ট হই। পুলিশ বলছিল, বেশি কিছু না, থানায় জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হবে। কিন্তু দেড় দিন আমাদের তারা লকআপেই রাখছে।’

হান্নান আরও বলেন, ‘আমার সঙ্গে আরও দুইজন ছিল, আমাদের তারা আদালতে সোপর্দ না করে লকআপেই আটকে রাখে। আমি যে গ্রেপ্তার হইছি, সেটা আমার পরিবার জানতে পেরেছিল ৩৪-৩৬ ঘণ্টা পরে। এতক্ষণ তারা কোথাও আমার হদিস পাচ্ছিল না। ওসি বললেন, ২৬ আগস্ট সাড়ে ১২টার পর ছেড়ে দেওয়া হবে। কিন্তু আমাদের জেলখানায় নিয়ে গেল। খারাপ গেল ১৫টা দিন।’

হান্নান ভেবেছিলেন পরিবারের সদস্যরা তাঁকে বকা দেবে। কিন্তু না। সেটা হয়নি। বরং তারা এখন গর্ববোধ করছেন হান্নানের জন্য। 

এসআই/