ইন্টার মিলানের সাথে নতুন চুক্তির করেছেন আর্জেন্টাইন তারকা লাউতারো মার্তিনেস। ২০২৯ সালের জুন পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছেন তিনি।
সোমবার এক বিবৃতিতে এই খবর জানিয়েছে ইতালিয়ান ক্লাবটি। মার্তিনেসের আগের চুক্তির মেয়াদ ছিল ২০২৬ সালের জুন পর্যন্ত।
আর্জেন্টাইন ক্লাব রেসিং থেকে ২০১৮ সালে ইন্টারে যোগ দেন মার্তিনেস। এখন পর্যন্ত সিরি আর ক্লাবটির হয়ে ২৮২ ম্যাচে তার গোল ১২৯টি।
গত মৌসুমে সর্বোচ্চ ২৪ গোল করে সিরি আর ২০২৩-২৪ মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হন এই আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী তারকা।