বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে করাচিতে। আর এই ম্যাচে কোনো দর্শক থাকবে না মাঠে। করাচি জাতীয় স্টেডিয়ামে অবকাঠামোগত কাজ চলমান থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আগামী ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত করাচিতে দ্বিতীয় টেস্ট খেলবে বাংলাদেশ ও পাকিস্তান।
বাংলাদেশ দল এখন পাকিস্তানে অবস্থান করছে। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে গত ১২ আগস্ট দেশ ছেড়েছে নাজমুল হোসেন শান্তরা। এরমধ্যে তারা পাকিস্তানে অনুশীলন করে নিচ্ছে। যদিও ১২ আগস্ট দেশ ছাড়ার কথা ছিল না শান্তদের। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
করাচি স্টেডিয়ামের অবকাঠামো উন্নয়ন চলছে মূলত ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি সামনে রেখে। যার আয়োজক দেশ পাকিস্তান। ফলে দেশটির নির্ধারিত ভেন্যুগুলো ঠিকঠাক করার কাজ চলমান রয়েছে।
পিসিবি জানিয়েছে, বাংলাদেশ-পাকিস্তান সিরিজের করাচি টেস্টে টিকিট বিক্রি বন্ধ করা একটি কঠিন সিদ্ধান্ত ছিল। তবুও দর্শকদের নিরাপত্তার কথা চিন্তা করে পিসিবিকে এমন সিদ্ধান্ত গ্রহণ করতে হয়েছে।
বাংলাদেশ পাকিস্তান সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে ২১ আগস্ট, রাওয়ালপিন্ডিতে।
এম এইচ//