খেলাধুলা

অলিম্পিক আয়োজন করতে চায় ভারত, জানালেন প্রধানমন্ত্রী মোদি

স্পোর্টস ডেস্ক

ছবি: Lars Baron/Getty Images

প্যারিস অলিম্পিকের শেষ ঘণ্টা বেজে গেছে কিছুদিন আগেই। পরের দুই অলিম্পিকের দেশও ঠিক করে রাখা আছে। ২০২৮ অলিম্পিক হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে, ২০৩২ অলিম্পিক আয়োজন হবে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে। তবে ২০৩৬ অলিম্পিক আয়োজন হবে কোন দেশে? সেখানেই ইচ্ছা প্রকাশ করেছে ভারত। 

বৃহস্পতিবার (১৫ আগস্ট) ভারতের রাজধানী দিল্লির লাল কেল্লায় দেশটর স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসব কথা জানিয়েছেন। 

ভারত বড় রাষ্ট্র। যা আয়োতনে এবং জনসংখ্যার দিক থেকেও। এই দেশটির অলিম্পিকের মতো বিশাল আয়োজনের সক্ষমতা আছে বলে মনে করেন প্রধানমন্ত্রী মোদি। তিনি তার ভাষণে জানান, ‘আজ আমাদের মধ্যে ভারতের সেই যুবকরা উপস্থিত আছেন, যারা অলিম্পিকে ভারতের পতাকা ওপরে তুলে ধরেছেন। আমি ১৪০ কোটি ভারতবাসীর অন্তরের অন্তঃস্থল থেকে তাঁদের অভিনন্দন জানাই। যারা প্যারালিম্পিকে অংশ নেবেন, তাঁদের শুভেচ্ছা জানাই।’

ভারতের প্রধানমন্ত্রী জানিয়েছেন, দেশটি ২০৩৬ অলিম্পিক আয়োজনের জন্য প্রাথমিক প্রস্তুতি গ্রহণ শুরু করেছে। 

প্যারিস অলিম্পিকে ভারতীয় ক্রীড়াবিদরা ১ টি রূপা ও ৫ টি ব্রোঞ্জ জিতেছে। এখন পর্যন্ত ২৬ টি অলিম্পিকে অংশ নিয়ে ভারতের অর্জন ৪১ টি পদক। 

ভারতের অলিম্পিক আয়োজনের ইচ্ছা বিবেচনা করবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। 

এ সম্পর্কিত আরও পড়ুন অলিম্পিক | ভারত | ২০৩৬