জাতীয়

পুলিশের লুট হওয়া ৭১৫টি অস্ত্র উদ্ধার

বায়ান্ন প্রতিবেদন

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন থানা, পুলিশ ফাঁড়ি ও পুলিশ লাইন্স থেকে লুট হওয়া ৭১৫টি অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। 

শনিবার (১৭ আগস্ট) রাতে পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগ থেকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়।

পুলিশ জানায়, পুলিশের কাছ থেকে লুট হওয়া অস্ত্রগুলোর মধ্যে আজ পর্যন্ত নানা ধরনের ৭১৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় ১৮ হাজার ৫১২ রাউন্ড গুলি, ১ হাজার ১১৮টি কাঁদানে গ্যাসের শেল এবং ৭০টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়।

এর আগে গেলো ১৪ আগস্ট পুলিশ সদর দপ্তর জানিয়েছিল ওই দিন পর্যন্ত ৩০৯টি অস্ত্র এবং ৬২৫৮ রাউন্ড গুলি, টিয়ার গ্যাস সেল ৩১৮টি ও টিয়ার গ্যাস গ্রেনেড-২ এবং সাউন্ড গ্রেনেড- ৯টি উদ্ধার করা হয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন পুলিশ