আর্কাইভ থেকে বাংলাদেশ

সেই কেন্দ্র সচিবের ৩ দিনের রিমান্ড

সেই কেন্দ্র সচিবের ৩ দিনের রিমান্ড

কুড়িগ্রামে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্র সচিব লুৎফুর রহমানের ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত । বাকি দুই আসামি জোবায়ের ও আমিনুরের রিমান্ড শুনানি রোববার।

বৃহষ্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট সুমন আলী এ আদেশ দেন।

প্রশ্ন ফাঁসের ঘটনায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনের নামে মামলা হয়। এ ঘটনায় ছয় আসামি গ্রেপ্তার হলেও এজহারভুক্ত আরেক আসামি আবু হানিফ এখনও পলাতক। প্রশ্ন ফাঁসের ঘটনায় তিনটি তদন্ত কমিটি কাজ করছে। 

গত ২০ সেপ্টেম্বর ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষ থেকে প্রশাসনের কর্মকর্তারা এসএসসি পরীক্ষার কিছু প্রশ্নপত্র উদ্ধার করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাতেই গ্রেপ্তার করা হয় প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব লুৎফর রহমান, ইংরেজির শিক্ষক আমিনুর রহমান রাসেল এবং চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত শিক্ষক জুবায়ের হোসাইনকে।

এরপর ২১ সেপ্টেম্বর সকালে দিনাজপুর শিক্ষা বোর্ডের এসএসসির গণিত, পদার্থ বিজ্ঞান, কৃষি বিজ্ঞান ও রসায়ন বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়।

তাসনিয়া রহমান

 

এ সম্পর্কিত আরও পড়ুন কেন্দ্র | সচিবের | ৩ | দিনের | রিমান্ড