ক্রিকেট

বাংলাদেশ থেকে সরলো টি-টোয়েন্টি বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক

শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে সরিয়েই নেওয়া হলো ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ।  বাংলাদেশের পরিবর্তে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে বৈশ্বিক আসরটি।  

মঙ্গলবার আইসিসির এক ভার্চুয়াল বোর্ড মিটিংয়ে এমন সিদ্ধান্ত হয় বলে জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।

বাংলাদেশে চলমান পরিবর্তিত পরিস্থিতিতে বিশ্বকাপ আয়োজন নিয়ে সংশয় ছিলোই।  যদিও অন্তর্বর্তীকালিন সরকারের পক্ষ থেকে আশার কথা শোনানো হয়েছিল।  তবে শেষ পর্যন্ত বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরিয়েই নিলো ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। 

ক্রিকবাজ জানিয়েছে আইসিসির বোর্ড সভায় উপস্থিত সদস্যরা পর্যবেক্ষণ করে জানিয়েছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বিশ্বকাপ আয়োজন সম্ভব নয়।  এ ব্যাপারে বিসিবির পক্ষ থেকেও সম্মতি দেওয়া হয়েছে বলে জানা গেছে। 

অবশ্য আরব আমিরাতে বিশ্বকাপ অনুষ্ঠিত হলেও বিশ্বকাপের অফিশিয়াল আয়োজক হিসেবে বাংলাদেশের নামই থাকবে।  

আগামী ৩ থেকে ২০ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা নারী ক্রিকেটের বৈশ্বিক আসরটি। 

এ সম্পর্কিত আরও পড়ুন বাংলাদেশ