ক্রিকেট

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টেস্টে অবশেষে টস হয়েছে। রাওয়ালপিন্ডিতে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দল। বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে বিকাল ৩ টায় টস অনুষ্ঠিত হয়। 

ক্রিকইনফোর তথ্যমতে, এখনো ৪৮ ওভার খেলা চলতে পারে। মাহমুদুল হাসান জয়ের চোটে সাদমান ইসলাম সুযোগ পেয়েছেন এই ম্যাচে। পাশাপাশি আঙ্গুলের চোটে ঘরের মাটিতে শ্রীলঙ্কা সিরিজ মিস করা মুশফিকুর রহিমও ফিরেছেন একাদশে ম্যাচের দুই দিন আগে ঘোষিত পাকিস্তান স্কোয়াডে ৪ পেসার থাকলেও, বাংলাদেশ একাদশে আছে ৩ পেসার। 

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

পাকিস্তান একাদশ: আবদুল্লাহ শফিক, সাইম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আগা, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ আলী ও খুররম শেহজাদ।

এ সম্পর্কিত আরও পড়ুন টসে | জিতে | ফিল্ডিংয়ে | বাংলাদেশ