কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলরের কর্মসূচি চলাকালে সহিংসতা ও হতাহতদের সার্বিক বিষয়ে তদন্ত কাজে সহায়তার জন্য বৃহস্পতিবার (২২ আগস্ট) ঢাকায় আসছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রাথমিক দল।
বুধবার (২১ আগস্ট) বিকেলে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বিষয়টি গগণমাধ্যমকে নিশ্চিত করেন।
পররাষ্ট্র সচিব বলেন, ‘প্রতিনিধি দলটি ঢাকা থাকার কথা ২৮ আগস্ট পর্যন্ত। এসময়ে তারা সংশ্লিষ্ট সকলের সাথে সাক্ষাৎ করবেন। কয়েকজন উপদেষ্টার সাথেও দেখা করার কথা রয়েছে।’
জাতিসংঘের প্রতিনিধি দলটি সম্পর্কে মাসুদ বিন মোমেন আরও বলেন, ‘ছাত্র আন্দোলনে, সহিংসতা, মৃত্যের সংখ্যা সব সার্বিক বিষয়ে তদন্ত করতে চায় এমন আহবান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে জানিয়েছিল সংস্থাটির হাইকমিশনার ফলকার টুর্ক। এ নিয়ে ড. ইউনূসের সঙ্গে ফোনেও আলাপ করেন। সেই ধারাবাহিকতায় আসছেন প্রতিনিধি দল।’
এসময় পররাষ্ট্র সচিব আরও বলেন, ‘জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রে যেতে পারেন।’ জাতিসংঘের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আয়োজন হবার কথা রয়েছে বলেও তিনি জানান।
জেডএস/