দেশজুড়ে

আখাউড়া-আগরতলা সড়ক যোগাযোগ বন্ধ

ছবি: সংগৃহীত

ভারী বর্ষণ  আর পাহাড়ি ঢলের পানির তোড়ে ব্রাহ্মণবাড়িয়ায় একটি সেতু ভেঙ্গে পড়ায় আখাউড়া-আগরতলা সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বুধবার (২১ আগস্ট) সকালে উপজেলার জাজিরপুর এলাকায় এই অস্থায়ী সেতুটি ভেঙে যায়।

আখাউড়া উপজেলা সূত্র জানায়, মঙ্গলবার (২০ আগস্ট) রাতে আখাউড়ায় ভারী বর্ষণ হয়। বুধবার সকাল থেকে বন্দরের পাশ বয়ে যাওয়া খাল দিয়ে ভারত থেকে তীব্র বেগে পানি ঢুকতে থাকে। এক পর্যায়ে পুরো স্থলবন্দর এলাকা পানিতে প্লাবিত হয়। এত বন্ধ হয়ে যায় বন্দরের যাত্রী পারাপার ও আমদানি-রপ্তানির কাজ। সেই পানির তোড়ে ভেঙে যায় গাজীরবাজার এলাকার অস্থায়ী ওই বেইলি সেতুটি।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গাজালা পারভীন রুহি ক্ষতিগ্রস্ত এলাকা পরির্দশন করে গণমাধ্যমকে বলেন, ‘উপজেলার ৩৪টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে ৫২০টি পরিবারের লোকজন ক্ষতিগ্রস্ত হয়েছেন। এলাকাবাসী মিলে বাঁধের অংশ মেরামত করেছেন। সেতুটি মেরামতের জন্য সড়ক ও জনপথ বিভাগকে খবর দেওয়া হয়েছে।’

গাজালা পারভীন রুহি  আরও বলেন, এ ছাড়াও উপজেলার বিভিন্ন পুকুরের মাছ ভেসে গেছে। হিসাব না করে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে না ।’

জেডএস/