দেশজুড়ে

ভারী বর্ষণে কক্সবাজারের নিম্নাঞ্চল প্লাবিত

কক্সবাজারের প্লাবিত নিম্নাঞ্চল ছবি: কক্সবাজার প্রতিনিধি

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে কক্সবাজারের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) আবহাওয়া অফিস বায়ান্ন টিভিকে জানায়, গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ২৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড  করা হয়েছে।

জানা যায়,  শনিবার মধ্যরাত থেকে শুরু হওয়া বৃষ্টি বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অব্যাহত রয়েছে। অতিবৃষ্টির কারণে কক্সবাজারের হোটেল-মোটেল জোনসহ জেলার রামু উপজেলা, ঈদগাও, চকরিয়া, পেকুয়া, উখিয়া ও টেকনাফের বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। পাশিপাশি পাশ্ববর্তী উপজেলা নাইক্ষ্যংছড়িও প্লাবিত হয়েছে। 

এদিকে, অতিবৃষ্টির কারণে পাহাড় ধসের শঙ্কায় পাহাড়ের চূড়া ও পাদদেশে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার অনুরোধ জানিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসক শাহীন ইমরান।

জেডএস/