খেলাধুলা

নতুন ইউটিউব চ্যানেলে মুহূর্তেই মেসিকে ছাড়িয়ে গেলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

ক্রিস্টিয়ানো রোনালদোর নতুন ইউটিউব চ্যানেল ছাড়িয়ে গেল লিওনেল মেসিকে। এতদিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, এক্স ও ইনস্টাগ্রামে সক্রিয় থাকলেও ইউটিউবে দেখা যায়নি রোনালদোকে। 

বুধবার (২১ আগস্ট) নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন রোনালদো। আর চ্যানেল খোলার পর থেকেই ভক্ত-সমর্থকরা সাবস্ক্রাইব করে যাচ্ছেন। ফলে মেসির ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যাও ছাড়িয়ে গেছে এতে। 

‘ইউআর ক্রিস্টিয়ানো’ নামে এই চ্যানেলের অনুসারীর সংখ্যা একদিন পেরিয়ে যেতেই ১ কোটি ৭০ লাখে গিয়ে পৌঁছেছে। রোনালদোর ইউটিউব চ্যানেল প্রথম এক ঘণ্টায় ১ মিলিয়ন বা ১০ লাখে গিয়ে পৌঁছে। এর আগে এত কম সময়ে কোনো ইউটিউব চ্যানেলের অনুসারী এক মিলিয়ন হয়নি। 

এই সংখ্যায় মেসিকে ছাড়িয়ে যেতে মাত্র দুই ঘণ্টা লেগেছে রোনালদোর ইউটিউব চ্যানেল। মেসির ইউটিউব চ্যানেলটি ১৮ বছরের পুরোনো। যেখানে ‘লিও মেসি’র চ্যানেলে ২১ লাখ ৬০ হাজার অনুসারীর সংখ্যা। আর রোনালদোর অনুসারীর সংখ্যা ২ ঘণ্টায় ২১ লাখ ৭০ হাজারে গিয়ে পৌঁছে। 

রোনালদোর ইউটিউব চ্যানেলে এখন পর্যন্ত ১৯ টি ভিডিও আপলোড করা হয়েছে। যেখানে মেসির চ্যানেলে আছে ২০৭ টি ভিডিও। 

 এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন ক্রিস্টিয়ানো রোনালদো | ইউটিউব | ইউআর ক্রিস্টিয়ানো