খেলাধুলা

অ্যাস্টন ভিলার সঙ্গে চুক্তি বাড়লো মার্টিনেজের

স্পোর্টস ডেস্ক

অ্যাস্টন ভিলায় ২০২০ সাল থেকে খেলছেন এমিলিয়ানো মার্টিনেজ ছবি: সংগৃহীত

এমিলিয়ানো মার্টিনেজের চুক্তি বাড়লো। অ্যাস্টন ভিলার সঙ্গে ২০২৯ সাল পর্যন্ত চুক্তি বাড়িয়েছে মার্টিনেজ। বিশ্বকাপ জয়ী এই আর্জেন্টাইন গোলরক্ষকের সাথে ভিলার মেয়াদ ছিল ২০২৬-২৭ মৌসুম পর্যন্ত। 

মার্টিনেজ ২০২০ সালে ভিলায় যোগ দেন। তখন ছিল ৪ বছরের চুক্তি। এরপর ২০২২ সালে এসে আরও ৩ বছর বৃদ্ধি করলেন এই চুক্তি। ২০২৪ সালে যখন নতুন মৌসুম শুরু হয়েছে, তখন আরও ২ বছরের জন্য চুক্তি বৃদ্ধি করলেন এই গোলরক্ষক। 

অ্যাস্টন ভিলার হয়ে ১৫০ টি ম্যাচ খেলেছেন মার্টিনেজ। সবশেষ মৌসুমে প্রিমিয়ার লিগে তার খেলা ৩৪ টি ম্যাচের মধ্যে ৯ টি ম্যাচে নিজ গোলবার অক্ষত রেখেছেন। চতুর্থ হয়ে লিগ শেষ করে চ্যাম্পিয়ন্স লিগ প্রথমবারের মতো জায়গা করে নেয় ভিলা।

মার্টিনেজ আর্জেন্টিনার জার্সিতে এক দারুণ চরিত্র। ২০২২ ফুটবল বিশ্বকাপ জেতে আকাশী-নীল দল আর্জেন্টিনা। সেবার দলের হয়ে বড় ভূমিকা রাখেন তিনি। এছাড়াও চলতি বছরে হওয়া কোপা আমেরিকা জয়ে আর্জেন্টিনার অতন্দ্র কাণ্ডারি ছিলেন এই গোলরক্ষক। 

এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন এমিলিয়ানো মার্টিনেজ | অ্যাস্টন ভিলা